Sunday, May 28, 2017

পেনড্রাইভে কপি-পেস্ট আগের চেয়ে দ্রুতগতি করে নিন

---------------------------------------------
অনেক সময় পেনড্রাইভে ফাইল কপি করার প্রক্রিয়া খুব ধীরগতিতে সম্পন্ন হয়। অনেকে কপি-পেস্টের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন।
তবে আপনি ইচ্ছে করলে সফটওয়্যার ছাড়াই কপি-পেস্টের প্রক্রিয়া দ্রুততর করতে পারেন→→
→ প্রথমে My Computer-এ ডানে ক্লিক করে Properties অপশনে যান।
→ এখন Hardware ট্যাব থেকে Device Manager অপশনে যান।
→ Ports (Com & LPT) থেকে Communications port (COM1) অপশনে দুই ক্লিক দিন।
→ Port Settings থেকে Bits per second হিসেবে সর্বোচ্চ বিট 128000 নির্বাচন করুন।
→ Flow Control অপশন থেকে hardware নির্বাচন করে OK দিন।
→ পিসি রিস্টার্ট দিন।
►►এখন পেনড্রাইভে কপি-পেস্ট প্রক্রিয়া আগের চেয়ে দ্রুততর হবে।</div>

No comments:

Post a Comment

Keyboard Shortcuts: CTRL A to Z and Others

CTRL Shortcuts from A-Z: ------------------------------------------ CTRL + A = Select text CTRL + B = Bold text CTRL + C = Copy text ...