Sunday, May 28, 2017

কম্পিউটার__সম্পর্কিত_কিছু_তথ্য

------------------------------------
১। কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
২। আধুনিক কম্পিউটারের জনক – জন ভন
নিউম্য।
৩। মাইক্রোকম্পিটারের জনক – হেনরি
এডওয়ার্ড রবার্ট।
৪। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – মার্ক ১।
৫। বাইনারি ভিত্তিক প্রথম ইলেকট্রনিক
কম্পিউটার – এবিসি।
৬। প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার –
এনিয়াক ১।
৭। প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম
ইলেকট্রোমেক্যানিকাল কম্পিউটার – জেড
থ্রি।
৮। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট
কম্পিউটার – এডস্যাক।
৯। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম
ডিজিটাল বা ইলেক্ট্রনিক কম্পিউটার –
ইউনিভ্যাক ১।
১০। প্রথম বাণিজ্যিক ভাবে সফল সুপার
কম্পিউটার – সিডিসি ৬৬০০।



১১। প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক
কম্পিউটার – বি২৫০০ এবং বি ৩৫০০।
১২। প্রথম আইসি মাইক্রোচিপ ব্যবহার করে
নির্মিত কম্পিউটার – আইবিএম সিস্টেম
৩৬০।
১৩। প্রথম মাইক্রো প্রসেসর ব্যবহৃত
কম্পিউটার – এলটেয়ার ৮৮০।
১৪।  হাইব্রিড কম্পিউটার কি?
উত্তর: সমন্বিত এনালগ ও ডিজিটাল কম্পিউটার।
১৫। ঊ-Mail কি?
উত্তর: Electronic Mail.
১৬। RAM কি?
উত্তর: Random Access Memory. যা কম্পিউটারের কর্ম এলাকা বুঝায়। এটি একটি অস্থায়ী স্মৃতি।
১৭। ROM কি?
উত্তর: Read Only Memory. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে ROM বলে।
১৮। সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
উত্তর: সেসুর ক্রে।
১৯। সুপার কম্পিউটারের উদাহরণ কি?
উত্তর: CARY-1.
.২০। NOVA-3 কোন ধরণের কম্পিউটার?
উত্তর: মিনি কম্পিউটার।
২১। কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ কি কি?
উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার।
২২। হার্ডওয়্যার কি?
উত্তর: কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হার্ডওয়্যার বলা হয়।
২৩। সফটওয়্যার কি?
উত্তর: কম্পিউটারে ব্যবহূত প্রোগ্রামসমূহ কে সফটওয়্যার বলে।
২৪। প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেক্ট্রনিক্স কম্পিউটারের নাম কি?
উত্তর: UNIVAC.
.২৫। কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৭১ সালে।
২৬। কম্পিউটারের ভাষা কি?
উত্তর: গাণিতিক ও বৈদ্যুতিক।
২৭। কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কত সালে?
উত্তর: ১৯৮৪ সালে।
..........................................................................End..........................................................................

No comments:

Post a Comment

Keyboard Shortcuts: CTRL A to Z and Others

CTRL Shortcuts from A-Z: ------------------------------------------ CTRL + A = Select text CTRL + B = Bold text CTRL + C = Copy text ...